Header Ads

Header ADS

নতুন করোনা শনাক্ত ৩৯৪৬, মৃত্যু ৩৯


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন ৩৯ জন।
দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনের। মোট মারা গেছেন ১ হাজার ৬২১ জন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৯ জন। সব মিলিয়ে সুস্থ ৫১ হাজার ৪৯৫ জন।
গতকাল বুধবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৪৬২ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৭ জন।
আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে ৬৬টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, মাস্ক পরার বিষয়টি শতাভাগ নিশ্চিত করা যায়নি। এটা করতে না পারলে করোনা প্রতিরোধ করা যাবে না। করোনা প্রতিরোধে সব ব্যবস্থা নিতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।

Powered by Blogger.