লম্বা দাড়ি আর ট্রাউজার পরা আমির খানকে দেখে অনেকেই চমকে উঠেছিলেন। পরে জানা গেল, নতুন ছবির লুক এটি। সবশেষ ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ভড়কে গেছেন আমির। তাই রিমেকেই ভরসা রাখলেন এবার। টম হ্যাঙ্কসের জুতোয় পা গলিয়ে হলিউড ধ্রুপদি ‘ফরেস্ট গাম্প’ নিয়ে ঝাঁপিয়ে পড়লেন।
রিমেকই ভরসা এখন বলিউডের। মৌলিক ছবির থেকে তাই দক্ষিণ ভারতীয় কিংবা হলিউড, কোরীয় সিনেমাকে রিমেক করছেন বলিউড পরিচালকেরা। তাতে ফলও ভালো। অন্তত বক্স অফিসে আয়টা ভালো হচ্ছে। তাই ‘ফরেস্ট গাম্প’–এর পর পরবর্তী ছবিও আমিরের রিমেক তামিল ছবি ‘বিক্রম বেদা’।
আমিরের এই ছবিতে তাঁর সঙ্গে আছেন নায়িকা হিসেবে কারিনা কাপুর খান। ‘থ্রি ইডিয়টস’-এ দুজন একসঙ্গে অভিনয় করেছেন। আর আরেক নায়ক হিসেবে আছেন তামিল তারকা বিজয় সেথুপাতি। বিজয় সেথুপাতিরই তামিল ছবি ‘বিক্রম বেদা’ নিয়ে সামনে কাজ করতে চলেছেন আমির খান।
আমিরের ভাগ্য আবার রিমেকে বরাবরই ভালো। ১৯৯১ সালে মহেশ ভাটকন্যা পূজা ভাটের সঙ্গে করলেন ‘দিল হ্যায় কি মানতা নাহি’। একেবারে বাজিমাত। ছবিটি হলিউড ‘ইট হ্যাপেনড ওয়ান নাইট’ সিনেমার রিমেক। এ ছাড়া ২০০৮ সালের ছবি ‘গজনি’ দিয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলেন। এটিও তামিল ছবির রিমেক। তাই এবার রিমেকেই ভরসা আমিরের। হলিউড রিমেকের পর এবার আবার তামিল রিমেক নিয়ে আসছেন মি. পারফেকশনিস্ট।
তামিল ছবি ‘বিক্রম বেদা’য় অভিনয় করেছেন আর মাধবন ও বিজয় সেথুপাতি। ক্রাইম থ্রিলার ঘরানার ছবি ‘বিক্রম বেদা’ বেশ জনিপ্রয় এবং বক্স অফিসে সফল হয় দক্ষিণ ভারতে। আর মাধবন ও বিজয় সেথুপাতির অভিনয়ও হয় প্রশংসিত। বলিউডে ছবিটি রিমেক হবে। পরিচালক হিসেবে পুস্কার গায়ত্রীই থাকছেন। আর আমিরের সঙ্গে থাকছেন তাঁর ‘দিল চাহতা হ্যায়’ সহশিল্পী সাইফ আলী খান।
দিন দিন বলিউডে উজ্জ্বলতা হারাচ্ছেন খান সাহেবরা। শাহরুখ খান জোর চেষ্টা করছেন নিজেকে ফিরিয়ে আনতে। ওদিকে সালমান খানও খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না। সাইফ আলী খান যদিও ওয়েব সিরিজ দিয়ে কিছুটা আলোচনায়। তবে বলিউডে হালে খুব একটা পানি নেই। আমির খানের শেষ ছবি দিয়েও দুয়োধ্বনি পেয়েছেন কম না। এই পরিস্থিতি ‘বিক্রম বেদা’ রিমেক দিয়ে দেখা যাক কতটুকু হালে পানি আনতে পারেন দুই খান, আমির ও সাইফ। সূত্র: বলিউড হাঙ্গামা